নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪

বন্দরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সাম্যবাদী দলের বিক্ষোভ মিছিল 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ২০ ডিসেম্বর ২০২৪

বন্দরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সাম্যবাদী দলের বিক্ষোভ মিছিল 

বাংলাদেশ সাম্যবাদী দলের প্রধান কমরেড সাঈদ আহম্মেদ এর নির্দেশে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির সিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে সাম্যবাদী দলের নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটে বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর বন্দর প্রেসক্লাবের সামনে এসে মিছিল সমাপ্ত করা হয়।

বিক্ষোভ মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত সভায় জেলা সাম্যবাদী দলের নেতা জাকির সিকদার বলেন, এ দেশ আমাদের। তাই আমাদের উচিৎ মাদক ও চাঁদাবাজিসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করা। তিনি আরো বলেন, আমাদের  সন্তানদের বিপদগামী থেকে বিরত রাখতে সর্ব প্রথম অভিভাবকদের দায়িত্ব  নিতে হবে।

আসুন আমরা অভিভাবক হিসেবে তাদের সাথে সময় দিয়ে তাদের ছোট ছোট ইচ্ছে  গুলোর মূল্য দেই। যাতে তাঁরা সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড  থেকে বিরত  থাকে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বন্দর থানা কমিটির সভাপতি মোঃ ইরফান খন্দকার, সাধারণ সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক সুমন ও আবুল হোসেনসহ সাম্যবাদী দলের নেতৃবৃন্দ।