নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০১, ২০ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের ধাক্কায় আঞ্জুমান (৫০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৬টায় উপজেলার কাচঁপুর নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুমান মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী।

নিহতের ভাই মোহাম্মদ আলী জানান,  আঞ্জুমান ঢাকার রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং সোনারগাঁয়ের কাচঁপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উপজেলার নয়াবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আঞ্জুমান বেগম নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।