নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪

জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৩, ২০ ডিসেম্বর ২০২৪

জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন স্থানে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা, নারায়ণগঞ্জের অহংকার জাকির খান দীর্ঘদিন যাবৎ কারাবাস করছেন। যে মিথ্যা মামলায় তিনি আটক আছেন, আগামী ৭ জানুয়ারী সেই মামলার রায়ের তারিখ দিয়েছেন আদালত। 

আপনারা সকলে দোয়া করবেন যেন, জাকির খান এ মিথ্যা মামলা থেকে খালাস পেয়ে বীরের বেশে নারায়ণগঞ্জের মাটিতে এসে মহানগর বিএনপির হাতকে শক্তিশালী করতে পারে। আমি আপনাদের সকলের নিকট ওনার জন্য দোয়া কামনা করছি। 

তিনি আরও বলেন, আপনারা জানেন আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি থানায় গিয়ে সেখানে কমিটি তৈরি করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ কাজ অসম্ভব। আমি বর্তমান সরকারকে অনুরোধ করবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে সেগুলো অতিদ্রুত আইনি প্রক্রিয়ায় শেষ করবেন। 

বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। এতে করে দেশের মঙ্গল হবে। আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে বিএনপির কোন ক্ষতি হয়। নিজ নিজ এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন যাতে করে আগামীতে বিএনপির ভোট বৃদ্ধি পায়। 

বক্তব্য শেষে ইউসুফ চৌধুরীকে আহ্বায়ক ও আলমগীর হোসেন দেওয়ানকে সদস্য সচিব করে ৮৫ সদস্য বিশিষ্ট ফতুল্লা থানা আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। 

সম্মেলনে জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 

সম্পর্কিত বিষয়: