নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ এপ্রিল ২০২৫

মেঘনা সেতুতে কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৬, ১৮ ডিসেম্বর ২০২৪

মেঘনা সেতুতে কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু আশরাফুল আলম ও অসীম নামে দুজন নিহত হয়েছেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে এবং অসীম একই উপজেলার চরচৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। পরে রাত ৭টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের মেঘনা সেতুতে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গিয়ে মোটরসাইকেলে দুই বন্ধু নিহত হয়েছে। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।