নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুড়িল বিশ^রোড-কাঞ্চন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ভুইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা থেকে কাঞ্চনের দিকে যাচ্ছিল।
নিহতদের বন্ধু রাকিব হাসান জানান, রাজধানীর বসুন্ধরা যমুনা ফিউচারপার্ক এলাকায় নিহত আব্দুর রউফ ও শিপনের মোবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ৬টি মোটরসাইকেল যোগে ১২জন বন্ধু পূর্বাচলের ৩০০ ফিট সড়ক পথে চাঁদপুর যাচ্ছিল। দুপুরের দিকে তারা পূর্বাচলের ৩নং সেক্টরের ভুঁইয়াবাড়ী ব্রিজে পৌছলে শিপন ও রউফের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিপন ও রউফ মারা যান।
তিনি আরো বলেন, প্রায় সময়ই বসুন্ধরা ফিউচার পার্ক মার্কেটের ব্যবসায়ী বন্ধুরা মিলে মোটরসাইকেল যোগে বিভিন্ন স্থানে ঘুরতে যান। বুধবার চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে শিপন ও রউফের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রউফ ও শিপনের লাশ উদ্ধার করেছে। তারা দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তাছাড়া নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে মোটরসাইলে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী সুজানা ও তার বন্ধু শাহিনুর রহমান কাব্য নামে দুই আরো নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।