নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

পূর্বাচল লেক থেকে উদ্ধার হওয়া মরদেহটি কলেজ ছাত্রী সুজানার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:২০, ১৭ ডিসেম্বর ২০২৪

পূর্বাচল লেক থেকে উদ্ধার হওয়া মরদেহটি কলেজ ছাত্রী সুজানার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের ৪ নং ব্রীজের নিচের লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। তার নাম সুজানা (১৮)। সুজানা ঢাকার ভাসান টেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর ) রাতে বিষয়টি নিশ্চিত করে তার মরদেহটি শনাক্ত করেছেন তার মা চম্পা বেগম। নিহত সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ২ নং সেক্টরের বউরারটেক এলাকার ৩০০ ফিট সড়কের পাশের ৪ নং ব্রিজের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এ সময় লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র কাব্যের সাথে সোমবার পূর্বাচলে ঘুরতে আসে। সে থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সুজানার মহোদয়টি উদ্ধার হলেও এখনো কাব্যের খোঁজ পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম পরিবারের বরাতে জানান, সুজানা ঢাকার ভাসান টেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গতকাল রাতে তার মৃত্যু নিশ্চিত করে এখানে ফেলে রেখে গেছে।

নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।