সুশিক্ষিত উন্নত চরিত্রের অধিকারী যুবকদের নিয়ে গড়ে উঠেছে সমাজিক স্বেচ্ছাসেবী যুগান্তর সংগঠন। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলায় দুপ্তারা ইউনিয়নে কুমার পড়া গ্রামে সংগঠনটির উদ্যোগে একটি বিজয় র্যালী বের করা হয়।
র্যালীতে যুগান্তর ব্লাড ফাউন্ডেশন এর জন্য প্রচারণা চালানো হয়। পাশাপাশি সকলকে রক্ত দানে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন যুগান্তর সংগঠন এর সভাপতি মোঃ ইকাবল, সাধারণ সম্পাদক রাকিব হাসান ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সালসহ সংগঠনের প্রায় শতাধিক সদস্য। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্য ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।