নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর ছাত্রদলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে তারাবো পৌর সভার বিশ^রোড বালুর মাঠে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজহারুল ইসলাম রাজিবের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আনিছুর রহমান নাবিরের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আলতাফ হোসেন সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, যারা এ দেশের বিজয় এনে দিয়েছেন তারা ছিল মহাবীর। তারা বাঙ্গালীর মাঝে আজীবন স্মরণী হয়ে থাকবেন। তাদেরকে ভুলে গেলে বাংলাদেশকে অস্বীকার করা হবে।