নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

কেন্দ্রীয় মহিলা দল নেত্রী পারভীনের নেতৃত্বে আড়াইহাজারে বিজয় দিবসের র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:২৫, ১৭ ডিসেম্বর ২০২৪

কেন্দ্রীয় মহিলা দল নেত্রী পারভীনের নেতৃত্বে আড়াইহাজারে বিজয় দিবসের র‌্যালি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানা আয়োজনে ও উসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালন করেছে বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে বিজয় র‌্যালির মাধ্যমে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শো-ডাউন শেষ করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়া।

কেন্দ্রীয় মহিলাদল নেত্রী পারভীন আক্তার বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচার হাসিনা মুক্ত পরিবেশে বিজয় দিবস পালন করতে পেরে আমরা আনন্দিত। সকল নেতাকর্মীরা আজ স্বাধীন দেশে সুস্থ রাজনীতি করার সুযোগ পেয়েছে। 

১৯৭১ সালের আজকের এই দিনে বাংলার দামাল ছেলেরা যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে। এরপর বাংলার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে ২০২৪ এ দেশকে স্বৈরাচার মুক্ত করে নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে।

তিনি বলেন, এ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্বরণ করি। আমরা বিএনপি প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশকে ধারন করে নিহত ছাত্র জনতার রক্ত বৃথা যেতে দিব না। 

বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে দেশকে ভারত সরকারের সকল চক্রান্ত থেকে রক্ষা করবো। প্রয়োজনে আবার রক্ত দিব তবুও এ স্বধীনতাকে ধরে রাখবো।