নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে কাঁচপুরে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৩, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবসে কাঁচপুরে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

মহান বিজয় দিবসে সোনারগাঁ কাঁচপুরে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। রবিবার (১৬ ডিসেম্বর) কাঁচপুর এ্যাপোলো হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনেষ্টিক সেন্টারের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ সেবা দেয়া হয়।

যেমন গাইনি ও স্ত্রী রোগ, মেডিসিন ও ডায়াবেটিস চর্ম ও যৌন বিশেষজ্ঞ, গ্যাসট্রোলিভার বিশেষজ্ঞসহ ৪জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দেন। ফ্রী  মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন হাসপাতালের উপব্যবস্হাপক মেহবুবা সুলতানা ময়না,সেলিম,সোহেল রানা সহ ০৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রসূতি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন বলেন, ‘জরায়ুর জটিল চিকিৎসা সহ অন্তঃসত্ত্বা নারীদের নিয়মিত চেকআপ ও চিকিৎসা বিনামূল্যে দিচ্ছি। আমরা আশা করি বিজয় দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্পিংয়ের মাধ্যমে আমাদের মহান চিকিৎসা সেবাকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম বিল্লাহ বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন দিবসকে ঘিরে আমরা ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে থাকি। তবে এবার বিজয় দিবস উপলক্ষে বড় পরিসরে এ কার্যক্রম করা হয়েছে।’

হাসপাতালের উপব্যবস্থাপক মাহবুবা ময়না বলেন, ‘বিজয় দিবসে আমরা সমস্ত পরীক্ষা-নিরিক্ষায় ৩০ শতাংশ ছাড় দিয়েছি। এবং বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছি ০৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ।’