নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে খেলাধুলা ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে খেলাধুলা ও পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে  রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া মঙ্গলখালী এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ক্রিয়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন। সভায় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি মো. হানিফ মোল্লা, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মজিবর মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, ওয়ার্ড যুবদলের সভাপতি খোকন মিয়া, সাধারণ সম্পাদক টিটন মিয়া, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি দুলাল মিয়া, মহিলা নেত্রী হেনা বেগম সহ আরো অনেকে।

মুড়াপাড়া ইউনিয়নের দেড় শতাধিক শিশু, কিশোর, নারী-পুরুষ ২৪টি ইভেন্টে অংশ নেয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ৩টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ। শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।

তাছাড়া সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য বন্ধে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা করতে মানুষের মন ভালো থাকে। অন্যদিকে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়।