নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে ৬ লাখ টাকা নিয়ে নগদ কোম্পানির বিক্রয় প্রতিনিধি উধাও

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২২, ১৫ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে ৬ লাখ টাকা নিয়ে নগদ কোম্পানির বিক্রয় প্রতিনিধি উধাও

নগদ এজেন্টের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রায় ৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) সকালে রিমঝিম টেলিকমের মালিক প্রতারণার শিকার শরীফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শরীফ মিয়া অভিযোগ করে জানান, নগদ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (মুড়াপাড়া-আতলাশপুর এড়িয়া) জাহাঙ্গীর আলম গত ৭ ডিসেম্বর মোবাইল ফোনে নগদ পেমেন্ট করার জন্য শরীফ মিয়ার কাছ থেকে ৫০ হাজার, হাটাবো এলাকার রোবেল মোল্লার ৭০ হাজার, মাহমুদুল হাসান মোল্লার ৫৫ হাজার, জুলহাস মিয়ার ১০ হাজার, সোহেল রানার ৪০ হাজারম মাসুম মিয়ার ৮ হাজার, আতিকুল ইসলাম নয়নের ৩০ হাজার, নাদিম রহমানের ৫ হাজারসহ ৩০ জনের কাছ থেকে নগদ প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে । 

পরে মোবাইল ফোনে নগদ প্রেমেন্ট না দিয়ে প্রতারণা করে উধাও হয়ে যায়। এতে করে ক্ষুদ্র এসব ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। নগদ কোম্পানির রূপগঞ্জের দায়িত্বরত ম্যানেজার সোহেল রানা বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে এ টাকার ব্যবস্থা করে সমস্যা সমাধান করে দেয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
 

সম্পর্কিত বিষয়: