নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪

 ফতুল্লায় ডাইং ও ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আড়াই লাখ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৩, ১১ ডিসেম্বর ২০২৪

 ফতুল্লায় ডাইং ও ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আড়াই লাখ টাকা জরিমানা 

ফতুল্লায় একটি ডাইং ও একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে ডাইং কারখানার মালিককে দুই লক্ষ টাকা এবং ওয়াশিং কারখানাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার। 

তার নেতৃত্বে বুধবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার লামাপাড়া ও হাজীগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ নিয়ে কারখানা দুটির অবৈধ গ্যাসের সংয্যগ তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হলো। 

অভিযানের প্রথমে লামাপাড়া এলাকায় টেকনিক ওয়াশ এন্ড ইফেক্ট নামে ডাইং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরে হাজীগঞ্জ এলাকায় আর আর ফ্যাশন নামে একটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ওউ কারখানার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন তিনি। 

পরে দুই কারখানা থেকে জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার, বার্ণার ও কমপ্রেসার সহ বিভিন্ন মালামাল। 

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, লামাপাড়া এবং হাজীগঞ্জে ডাইং ও ওয়াশিং দুটি কারখানাটিতে এর আগেও তিতাসের অভিযানে দুইবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ আর্থিক জরিমানা করা হলেও মালিকপক্ষ পুনরায় অবৈধ সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। 

বিষয়টি স্বীকার করে লামাপাড়া এলাকার টেকনিক ওয়াশ এন্ড ইফেক্ট নামে ডাইং কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো: নাসির উদ্দিন জানান, কাজিম উদ্দিন নামে তিতাসের প্রয়াত এক কর্মচারীকে এককালীন দশ লক্ষ টাকা দিয়ে তিনি অবৈধভাবে গ্যাসের সংযোগ নেন।

পরে তিতাস কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে আনোয়ার হোসেন রিকু নামে আরেক দালালের  মাধ্যমে পুনরায় সংযোগ স্থাপন করেন। তবে দুইজনকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা মাসোহারা দিয়ে আসছেন বলেও স্বীকার করেন টেকনিক ওয়াশ এন্ড ইফেক্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো: নাসির উদ্দিন। 

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ফতুল্লা আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান বলেন, টেকনিক ওয়াশ এন্ড ইফেক্ট কারখানার মালিক আমাদের মৃত এক  কর্মচারীর নাম ভাঙিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করছেন।

একজন মৃত ব্যক্তির নামে তিনি কুৎসা রটাচ্ছেন। মুলত আনোয়ার হোসেন রিকু নামে চিহ্নিত দালালের মাধ্যমেই তিনি অবৈধ সংযোগ নিয়েছেন বলে প্রমান পাওয়া গেছে। আমরা অভিযুক্ত রিকুর বিরুদ্ধে তিতাসের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেব।