মহান বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বুধবার ১৯জন অসুস্থ মুক্তিযোদ্ধার খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাদা ভুঁইয়া, সদস্য সচিব মো. আব্দুল খালেক, যুগ্ন আহ্বায়ক মো. চাঁন মিয়া, সহকারী সদস্য সচিব (অর্থ) মো. গোলাম কাদের খাঁন, মুড়াপাড়া ইউনিয়নের কমান্ডার মো. সোনা মিয়া, কায়েতপাড়া ইউনিয়নের কমান্ডার জিয়াউল হক, তারাব পৌরসভার কমান্ডার আকতার হোসেন, দাউদপুর ইউনিয়নের কমান্ডার ফজলুল করিম মোল্লা, ভোলাব ইউনিয়নের কমান্ডার আব্দুর রশিদ মাস্টার, কাঞ্চন পৌরসভার কমান্ডার আকতারুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. রাশেদুজ্জামান, যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন সহ আরো অনেকে।
রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাদা ভুঁইয়া জানান, অসুস্থ মুক্তিযোদ্ধারা হলেন- কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামের প্রফেসর মমিনুর রহমান, ইছাখালীর মহিবুর রহমান, বরুনার কছিমদ্দিন, তারাব পৌরসভার গন্ধর্বপুরের রফিক মেম্বার, বরপায় রফিক মোল্লা, খাদুনের সিরাজুল ইসলাম, ভোলাব ইউনিয়নের করাটিয়ার আব্দুর রশিদ ভুঁইয়া, ভোলাবোর প্রিয়তোষ দাস, বিদুবি ভুষন ভৌমিক, আঙ্গারজোড়ার মোহাম্মদ আলী, দাউদপুর ইউনিয়নের খৈসাইরের আলতাফ হোসেন, পুটিনার আবু সাঈদ ভুঁইয়া, বীর হাটাবোর একেএম গোলজার হোসেন, রূপগঞ্জ ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের আ. রহিম, জাঙ্গীরের খলিলুর রহমান, টানমুশুরীর আলী আহাম্মদ, ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রামের আমির হোসেন, মিয়া বাড়ির হাবিবুর রহমান, মাছুমাবাদের আবুল কাশেম।