
ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকারের দোসর ফতুল্লা আকবর নগরের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফুলু খাঁ, রহিম খাঁ গংদের বিরুদ্ধে মঙ্গলবার (১০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সেনাক্যাম্পে কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত এলাকাবাসী।
পরে নির্যাতিত এলাকাবাসীর ব্যানারে সেনা ক্যাম্পের গেইটে সুষ্ঠু বিচার চেয়ে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করে ৩০টি ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে আকবর নগর এলাকায় ইট ভাটার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া বিভিন্ন সময় ব্যাবসায়ী আলমগীর ও তার পুত্রদের নিকট হইতে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবী করত চাঁদাবাজ ফুলু খাঁ, রহিম খাঁ গংরা।
ওই চাঁদাবাজরা তাদের হুমকি দিয়ে বলে যদি তোরা দাবীকৃত চাঁদা পয়ত্রিশ লাখ টাকা না দেস কিংবা কোন মামলা করিস তাহলে তোদের কে শান্তিতে থাকতে দিবোনা।
একপর্যায়ে চাঁদাবাজরা তাদের বাড়িঘর দোকানপাট ভাংচুর করলে তাদের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকী দিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী রোজিনা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী চাঁদাবাজ রহিম খাঁ গংদের অত্যাচারে আমরা অতিষ্ঠ এবং আমাদের বাড়িঘর ভাংঙচুর করে লুটপাট করে পালিয়ে যায়।
পরে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলেও এর কোনো প্রতিকার পাইনি। এর সঠিক বিচারের দাবিতে সেনা ক্যাম্পে আসিয়া অভিযোগ দায়ের করি।