পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম রাসেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় পিটিয়ে তার দু'টি পা ভেঙে ফেলা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকায় উপজেলার বাড়িমজলিস এলাকার সোনারগাঁ আর্ট নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় এ হামলার ঘটানা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়,ব্যক্তিগত কাজে সোনারগাঁও আর্টে এসে পৌঁছালে সাংবাদিক রাসেলকে একদল যুবক টেনে বের করে রাস্তায় ফেলে তার ওপর হামলা চালায়। প্রথমে এলোপাতাড়ি রড দিয়ে রাসেলের পায়ে ও হাতে আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
আহত সাংবাদিক রাসেল বলেন,"মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করায় আমাকে সোনারগাঁও আর্ট নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে টেনে বের করে পাচানীর সন্ত্রাসী রাসেল, তার বাহিনীর জন্টু, সিলি লিমন সহ আরো অনেকে পিটিয়ে আমার দুটি পা ভেঙে দিয়েছে"।