সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামি চাঁন মিয়াকে সোনারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ চাঁন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে সোনারগাঁ থানা ওসি সিদ্ধিরগঞ্জ থানায় ফোন করে নিশ্চিত হন গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা প্রায় ৮টি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি চাঁন মিয়া।
গ্রেপ্তারকৃত চাঁন মিয়া সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার মৃত ফজর আলীর ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের ফজর আলী গার্ডেন সিটি মার্কেট এর মালিক এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী বঙ্গবন্ধু কর্মজীবী লীগ নেতা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, সোনারগাঁ থানা পুলিশ চাঁন মিয়াকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে পরে আমরা যাচাই করে দেখি চাঁন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ৮টি মামলা রয়েছে। চাঁন মিয়াসহ দুই জনকে ছাত্র-জনতা হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।