রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামকে দেখতে গিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই এর সমন্বয়ক কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। রবিবার বিকালে সাওঘাট এলাকায় সাংবাদিক মীর শফিকুল ইসলামের বাড়িতে তাকে দেখতে যান কাজী মনিরুজ্জামান।
এ সময় কাজী মনিরুজ্জামান মনির সাংবাদিক নির্যাতনের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে বলেন, বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নাই। বিএনপি সব সময় শান্তিতে বিশ্বাসী। যেকোন অরাজকতা কঠোর হাতে দমন করা হবে। ৫ আগষ্ট ছাত্রজনতা শান্তির জন্য এ দেশকে স্বাধীন করেছে। সে শান্তি আমরা নস্যাৎ করতে দিব না।
এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপণা পরিচালক মাহবুবুর রহমান, নারায়নগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, জেলা কৃষকদলের সভাপতি ডাক্তার শাহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাসেল, বিএনপি নেতা শফিউদ্দিন শফি, আমজাদ হোসেন, হাবিবুর রহমান হাবি, আবুল কালাম মিল্কি ছাত্রদল নেতা জাহিদুল বাবু,মন্জুর হোসেন, ফরহাদ মিয়া ও সাংবাদিক বৃন্দ।
পরে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভা হয়। এ সভায় কাজী মনির বলেন, গণমাধ্যম কর্মীদের উপর আঘাত পুরু জাতির উপর আঘাত। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবী জানান তিনি।