নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১২, ৬ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ থানায় ছাত্রদল নেতা  মাসুদুর রহমানসহ বেশ কয়েকজন ছাত্র নেতার নামে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল শেষে তারা ভুলতা স্কুল এন্ড কলেজ গেইট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাসুম, রাফি আহমেদ স্বপন, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা মো. মাসুম, তারেক আহাম্মেদ, রুহুল আমিন, আলামিন আহমেদ, ফাহান ফারুক, তোলারাম কলেজ শাখা ছাত্রদল নেতা শিহাব হাসান, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, হৃদয় আহম্মেদ, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরমান, তারাব পৌর ছাত্রদল নেতা আশিক, শাকিল, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আশরাফুল, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল নেতা ইব্রাহিম, সাকিব, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহসভাপতি রনি হাসান, দপ্তর সম্পাদক আল আমিন, ক্রিয়া সম্পাদক নাদিম, সাংগঠনিক সম্পাদক টুটুল চক্রবর্তী সহ আরো অনেকে। 

সভায় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর থেকে একটি চক্র রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা আওয়ামী লীগের প্রেত্মাত্তা। এরা তিলকে তাল বানিয়ে অপপ্রচার করে। ওইসব দুষ্কৃতকারীদের প্রতিহত করতে হবে।

এরা ইদানিং ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। চক্রান্তকারীরা দুষ্টু গাজীর সহোচর। এদের মুখোশ উম্মোচন করা হবে। ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।