সোনারগাঁয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ মো. আলতাফ হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বৃহস্পতিবার সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আলতাব হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পুনভাইর আখপাড়ার মৃত আব্দুর রহিম মিয়ার পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত বারোটার দিকে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর 'খ' সার্কেল " উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দিপু সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁও থানার কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম রোডস্থ সামী এন্টারপ্রাইজ নামের কাউন্টারের সামনের রাস্তা অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আলতাব হোসেন কে গ্রেপ্তার করে।