বন্দরে চাঁদাবাজি ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক নীর বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন ডালিম (৪৩) হত্যার হুমিক দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বন্দর থানা যুবদল নেতা কাজী সোহাগের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মাহাবুব হোসেন ডালিম বাদী হয়ে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ১৯০ তাং- ৪-১২-২০২৪ইং। এর আগে গত সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টায় বন্দর উইলসন রোড এলাকায় এ হুমকির ঘটনাটি ঘটে।
জিডি সূত্রে জানা গেছে, বন্দর উইলসন রোড এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে মাহাবুব হোসেন ডালিম দীর্ঘ দিন ধরে নারায়নগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নীর বাংলা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেব কর্মরত রয়েছে। ৫ আগস্টের পর থেকে বন্দর কাজীবাড়ী এলাকার কাজী সালাউদ্দিন মিয়ার ছেলে যুবদল নেতা কাজী সোহাগসহ তার সাঙ্গপাঙ্গরা উক্ত এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।
এ নিয়ে কাজী সোহাগের বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। যার সহিত আমার কোন সংশ্লিষ্টতা নেই। পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে কাজী সোহাগসহ তার সহযোগীরা সাংবাদিক ডালিমকে বিভিন্ন ভাবে হুমকি দামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এর ধারাবাহিকতা গত সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টায় বন্দর উইলসন রোড এলাকায় কাজী সোহাগসহ অজ্ঞাত নামা ৩/৪ জন সাংবাদিক মাহাবুব হোসেন ডালিমকে অকথ্য ভাষায় গালাগালি করে মারমুখী আচরনসহ কুপিয়ে হত্যা করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।