নারায়ণগঞ্জ পিটিআই এ বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে ৮৫১তম ‘কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স’ অনুষ্ঠিত হয়েছে ৷
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শেষ হয়৷ ঢাকা অঞ্চলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় গত রোববার (২৪ নভেম্বর) শুরু হওয়া এ কোর্সে ৪৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন রোকসানা বেগম ,এএলটি এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সামছুল হক , মুহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার, পরিতোষ চন্দ্র দাস, রীনা রায় , মোহাম্মদ আবুল কালাম আজাদ , সৈয়দা মুর্চ্ছেহাতুন্নাহার মহারানী ,মোঃ লিয়াকত আলী খান ।
কোর্স চলাকালীন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত হয়েছিলেন স্কাউটার জনাব মোঃ আতাউর রহমান, উপ-পরিচালক (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এবং জেলা স্কাউটস সম্পাদক জনাব মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু ৷
৫ দিনব্যাপি উক্ত বেসিক কোর্সে দীক্ষা প্রদানের মাধ্যমে ৪৩জন প্রশিক্ষনার্থীকে স্কাউটিং এর প্রবেশ পথ উন্মুক্ত করে দেওয়া। সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ শেষে আনুষ্ঠানিক ভাবে পতাকা নামানোর মধ্য দিয়ে কোর্সের সমাপ্তি ঘোষনা করা হয়
৷ জেলা সম্পাদক ফজলুল হক ভূঁইয়া মন্টুর উপস্থিতিতে সমাপণী দিনে সন্ধ্যার পর আকর্ষণীয় পরিবেশনার মাধ্যমে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।