নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

ঋণ দেয়ার প্রলোভনে সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকায় লোক পাঠানো খাটিয়া গুড্ডু বহাল তবিয়তে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৭, ১ ডিসেম্বর ২০২৪

ঋণ দেয়ার প্রলোভনে সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকায় লোক পাঠানো খাটিয়া গুড্ডু বহাল তবিয়তে

বিনা সুদে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে ঢাকার শাহবাগে রাজু ভাস্কর্যে গাড়ি ভরে লোক পাঠানো সিদ্ধিরঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের মাদকের ডিলার খাটিয়া গুড্ডু  গংরা বহাল তবিয়তে রয়েছে।

ঋণ নিয়ে দেয়ার কথা বলে তারা দরিদ্র মানুষদের কাছ থেকে ৩০০ টাকা করে হাতিয়ে নিয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিহারী ক্যাম্পের সচেতন নাগরিকরা। 

গত ২৯ নভেম্বর সোমবার বিহারী ক্যাম্প এলাকা থেকে খাটিয়া গুড্ডু  ও হায়দারের নেতৃত্বে ৩টি বাসে করে অন্তত দেড় শতাধিক লোককে বিনা সুদে ঋণ নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় জড়ো করার অভিযোগ উঠেছে।

ওইদিন সকালে আদমজী বিহারী ক্যাম্প এলাকা থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ প্লাটফর্মের নামে সাধারণ মানুষকে শাহবাগে গণজমায়েতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

জানা যায়, নাসিকের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে আদমজী বিহারী ক্যাম্প এলাকার মাদকের ডিলার খাটিয়া গুড্ডু , হায়দার, কাল্লু সরদার, রনি, আনার, শাহাজাদা, ভুলা মেম্বার গংদের নেতৃত্বে বিহারী ক্যাম্পের দেড় শতাধিক সহায় সরল মানুষদের ভুল বুঝিয়ে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে বলে তাদের কাছ থেকে ৩০০ টাকা করে নিয়ে তিনটি বাসে করে অন্তত ১৫০ জন লোককে ঢাকার শাহবাগ রাজু ভাস্কর্যে যাওয়ার জন্য পাঠায়।

তাদের কাছে একটি লিফলেটও দেওয়া হয়। লিফলেটে লেখা ছিল কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা কোটি টাকা লুটপাট করছে। লুন্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি দেবো। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে গত সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। অহিংস গণঅভূখান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে এই সংগঠন থেকে এ কর্মসূচি দেওয়া হয় বলে লিফলেটে উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে দেশকে অস্থিতিশীল করতে দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো করেছিল একটি কুচক্র মহল। 

নাম প্রকাশ করার শর্তে বিহারী ক্যাম্পের একাধিক ব্যক্তিরা জানায়, বিনা সুদে ঋণ দেয়ার প্রলোভনে ঢাকার লোক পাঠানোর অন্যতম হোতা হচ্ছে মাদকের ডিলার গুড্ডু  ও হাদার। তাদের আইনের আওতায় নিলেই বাকীদের নাম জানা যাবে।

বৈষম্যবিয়োগী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকার দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মী আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার অনুসারিরা এলাকা থেকে পালিয়ে যায়। কিছু দিন যেতে না যেতেই মতির অন্যতম সহযোগী মাদক সম্রাট দুর্র্ধষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার পানি আকতারের পালিত সন্ত্রাসীরা তার মাদক ব্যবসা সহ সকল ব্যবসা দেখভাল করছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিহারী ক্যাম্পের গুড্ডু । সে বর্তমানে মাদকের ডিলার। 

এলাকাবাসির দাবি ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেত্মারা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শক্তির ব্যবস্থা করা হউক।
 

সম্পর্কিত বিষয়: