নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৯, ১ ডিসেম্বর ২০২৪

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন

“সুস্থ সুন্দর শান্তি ও মর্যাদাপূর্ণ সমাজ" বিনির্মাণের লক্ষ্য নিয়ে মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠন এবং মাদকাসক্ত ব্যক্তিদের কর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে ফতুল্লায় ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

রবিবার (১ ডিসেম্বর) সকালে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের জেনারেল ম্যানেজার কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুলা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন। আলোচনা সভা ও অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া।

ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার তানভীর আরেফীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ফতুলা প্রতিনিধি সাংবাদিক আলামিন প্রধান ও জহিরুল ইসলাম বিদ্যুৎ।

এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মুন্না খান, মনির হোসেন, মির্জা ফয়েজ আলী, মজিবুর রহমান ও আশরাফুল আলম প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: