
শীতলক্ষ্যা নদীর দু পাড়ের সীমান নির্দিষ্ট করে পিলার নির্ধারণের নির্দেশ দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিমুলীয় এলাকায় নদীর সীমানা পিলার পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
এমসয় উপস্থিত ছিলেন ঘোড়াষাল নদী বন্দরের উপপরিচালক মোহাম্মদ নুর হোসেন, সহকারী পরিচালক মাহাবুবুল আলম তায়েফ, নারায়ণগঞ্জ নদীবন্দরের সহকারী প্রকৌশলী আবু কাউসার পুলক, ঘোড়াষাল নদীবন্দরের সহকারী সমন্বয়ক গাজী মোহাম্মদ মোতালিব, নারায়ণগঞ্জ নদীবন্দরের উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন সহ নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যরা। পরে উপদেষ্টার নির্দেশনা মোতাবেক শীতলক্ষ্যা নদীর শিমুলীয়া এলাকায় নদীর সীমানা পিলার নির্মাণ কালে রাজউকের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে কাজে বাঁধা প্রধান করা হয়। এতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ থাকে সীমানা পিলার নির্মাণ কাজ বলে।
বন্দর কর্মকর্তা জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিসন নং- ৩৫০৩/২০০৯ এর নির্দেশনা মোতাবেক নদীর সীমানা পিলার স্থাপণ করা হচ্ছে। যেহেতু সীমানা পিলারটি ৩ ভাগের ২ ভাগ নির্মাণ হওয়ায় অবশিষ্ট কাজটি আজকের মধ্যেই নির্মাণ সম্পন্ন করার আশ্বাস দেন।