নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৪, ৩০ নভেম্বর ২০২৪

ফতুল্লায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ফতুল্লা রেলস্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড হয়ে পঞ্চবটী গিয়ে  বিক্ষোভ মিছিলটি শেষ হয়।পরে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা বিএনপির সহ সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ,ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলিম,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার,শ্রমিক দলের সদস্য সচিব আল আমিন,থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন,মামুন মিয়া, এস,কে শাহিন,ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুন,সাধারন সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক রিশাদ আহম্মেদ রাসেল,সিনিয়র সহ-সভাপতি,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃদুলাল, সাধারন সম্পাদক জুয়েল চৌধুরী, কুতুবপুর  ৯ ওয়ার্ডে র সাধারন সম্পাদক আবুল হোসেন,ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক বাদল প্রধান,সদস্য সচিব আমির হোসেন মোল্লা প্রমূখ।