নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৬, ৩০ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

সোনারগাঁও থানার কাচপুর এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মোছাঃ তাছলিমা (৩৬) নামের এক নারী কে ৭২ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোছাঃ তাছলিমা কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বজনখোলার তোফাজ্জল মিয়ার স্ত্রী।

শনিবার বেলা ১২ টার দিকে জেলার সোনারগাঁও থানার কাচপুর ১নং ফুট ওভার ব্রীজের নীচে মা-বাবা ভাঙ্গারীর দোকান এর সামনে অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করে। এ সময়  ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'খ' সার্কেলের 
উপপরিদর্শক ইকবাল আহমেদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বেলা ১২ টার দিকে সোনারগাঁও থানার কাচপুর ১নং ফুট ওভার ব্রীজের নীচে মা-বাবা ভাঙ্গারীর দোকানের  সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিল সহ মোছাঃ তাছলিমা কে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছে।