সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় বুধবার (২৭ নভেম্বর) রাতে কৃষক মকবুল ভুইয়ার জমিতে উৎপাদিত শীতকালীন সবজি টমেটো, ফুলকপি গাছ ও পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
এব্যাপারে কৃষক মকবুল ভূইয়া বাদী হয়ে বৃহস্পতিবার (২৮শ নভেম্বর) মৃত হাসমত আলীর ছেলে হোসেন আলী, জাকির হোসেন, বাদল মিয়া ও আবু সিদ্দিকের ছেলে শাহজালাল এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মকবুল ভুইয়া জানান, অভিযুক্তদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে আমাদের পরিবারের উপরে হামলা ও ক্ষতি করার পাঁয়তারা করে আসছে।
তারই সূত্র ধরে ২৭ নভেম্বর রাতের আঁধারে পরিকল্পিতভাবে আমাদের জমিতে রোপন করা ফসল নষ্ট করেছে ও গাছ কেটে নিয়েছে। এতে আমার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে, আমি এর সুষ্ঠ বিচার চাই।
অভিযুক্ত জাকির হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত অংশীদারদের জমি ভাগ করে দেওয়া নিয়ে মকবুল ভূইয়াদের সাথে আমাদের বিরোধ চলছে। মকবুল ভূইয়ার বাবা সুরুজ মিয়া সম্পর্কে আমার সৎ ভাই, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। হয়তো বা দুই পক্ষের বিরোধের সুযোগ নিয়ে তৃতীয় কোন পক্ষ এই কাজটি করেছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুর বারী বলেন, অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রর এস আই আশীষ কুমারকে প্রেরণ করা করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।