নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৬, ১৯ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে একটি চুন তৈরীর কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার সোনারগাঁও পৌরসভা নোয়াইল এলাকায় চুন তৈরীর কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাসের পাইপ, লাইজার ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সাকিল মন্ডল বলেন, সোনারগাঁও পৌরসভায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগে চুন তৈরীর কারখানা চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকারকে রাজস্ব ফাকিঁ দিচ্ছেন।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধ গ্যাসের পাইপ, লাইজার ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) রাশেদুল হাসান খান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা।