বন্দরে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের রুখতে ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাঁসনেরবাগ এলাকায় মেসার্স সরদার ব্রিক্স ফিল্ডে এ মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। সভায় নারায়ণগঞ্জ জেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতির সভাপতি মমিন উল্লাহ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছলিম উল্লাহ ও সিনিয়র সহ সভাপতি আজিজুল হক (আজিজ), সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ (আমান) ও মাহমুদুল হাসান শুভ, কোষাধ্যক্ষ মোক্তার হোসেন ভূঁইয়া, সদস্য সাইফুল ইসলাম, বন্দর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি মুছাপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুমন বেপারী, মুছাপুরের ইট ভাটা ব্যবসায়ী তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, ফাহিম প্রধান প্রমুখ।
সম্প্রতি মুছাপুর শাসনেরবাগ এলাকায় ইটভাটায় চাঁদার দাবিতে সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় জেলা ইট প্রস্তুতকারি মালিক সমিতি এ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।