বন্দরে সৎ ভাইদের হামলায় বৃদ্ধা মা ও গ্রাম পুলিশ বোন আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় আহত বোন ভূক্তভোগী গ্রাম পুলিশ জোসনা বক্স বাদী হয়ে গত রোববার হামলাকারি মিজানুর ও সেকান্দারসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন । এর আগে গত ২৭ অক্টোবর দুপুর ১২টায় বন্দর উপজেলার মুছাপুর তাজপুর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের তাজপুর এলাকার জীবন মিস্ত্রি মেয়ে জোসনা বক্স তার নিজ ভূমিতে একতলা বিল্ডিং তৈরি করে বসবাস করে আসছিল। তারেই সৎ ভাই মিজানুর তার স্ত্রী আরবিন বেগম এবং বড় সৎ ভাই সেকেন্দারসহ অজ্ঞাত নামা ২/৩ জন মহিলা গ্রাম পুলিশ জোসনা বক্স বসত বাড়ি দখল নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে তাকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছে।
উল্লেখিত সৎ ভাইদের গাছের ডালপালা জোসনা বেগমের বাড়ি ছাদের উপর পরে খাকার কারনে ছাদ ড্যামেজসহ তার নিজ বাড়ি দেওয়ালে আস্তরের কাজ করতে বাধা প্রদান করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর দুপুরে বাড়ির রাস্তার সামনে নারী গ্রাম পুলিশ জোসনা বেগমকে দেখতে পেয়ে উল্লেখিত সৎভাইয়েরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে।
ওই সময় নারী গ্রাম পুলিশ ও তার মা হালিমা বেগম প্রতিবাদ করলে ওই সময় সৎভাই মিজানুর ও তার স্ত্রী আরবিন ও সৎভাই সেকান্দারসহ অজ্ঞাত নামা ২/৩ জন ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে কিল,ঘুষিসহ লাঠিসোটা দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করে ঘরের দরজা ও টিনের বেড়া ভাংচুর করে ৬ হাজার টাকা ক্ষতিসাধন করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।