নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায়  কিশোর গ্যাং দিয়ে হামলা, শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৬, ১৮ নভেম্বর ২০২৪

ফতুল্লায়  কিশোর গ্যাং দিয়ে হামলা, শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ

আদালতে মামলার চলমান থাকলেও জমি দখল নিতে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে দিনে-দুপুরে চিহ্নিত সন্ত্রাসীসহ বিপুল সংখ্যক কিশোর গ্যাং দিয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে। এ সময়ে মারধর করা হয় কয়েকজনকে। ভুক্তভোগীরা তখনই ফতুল্লা মডেল থানায় গিয়ে অভিযোগ করে। তবে বিকেল পর্যন্ত ঘটনাস্থলে যায়নি পুলিশ, সন্ধ্যার পর ফতুল্লা মডেল থানার ওসি ও একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরমধ্যে ২য় দফায় হামলা করে লুটপাট করে সন্ত্রাসীরা। এ ঘটনা ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায়। সন্ত্রাসীরা সবাই শোভন গ্রুপের মালিক আবু সিদ্দিকের পালিত বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগে মাসদাইর পাকাপুল এলাকার মৃত সামসুল হকের মেয়ে শিউলী আক্তার জানান, জায়গা নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও ৫ আগস্টের পর নতুন করে সন্ত্রাসীদের দিয়ে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো আবু সিদ্দিক।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শিল্পপতি আবু আহম্মেদ সিদ্দিক, পাকাপুলের আবুর ছেলে স্বপন (অয়ন ওসমানের ক্যাডার) , ইব্রাহিমের ছেলে রনি সহ ৫শ’ জন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর ভাংচুর ও তাদের মারধর করে।

এ ঘটনায় আহত হয় আপেল , তাবাচ্ছুম নূরী সহ কয়েকজন। তাদেরকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে থানায় গিয়ে অভিযোগ করে ভুক্তভোগীরা। অভিযোগের পর বিকেলে আরেক দফা হামলা করে ঘরের জিনিসপত্র লুটপাট করে বলে জানান শিউলী আক্তার।

এদিকে সন্ধ্যার পর ফতুল্লা মডেল থানার ওসি ও একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।