রূপগঞ্জ উপজেলায় এক কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
সোমবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকার মেসার্স আশমিনা ডক ইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং শিপ ইয়ার্ড নামক জাহাজ তৈরি কারখানায় এ ঘটনা ঘটেছে।
আহত মোশারফ হোসেনের ভাই মোতাহার হোসেন জানান, সোমবার ভোর রাতে ফজর নামাজ পড়ার জন্য প্রস্তুতি বড় ভাই মোশারফ হোসেন। এ সময় তিনি জাহাজ তৈরি কারখানায় একটি ১০ চাকার ট্রাক দেখতে পান। তখন বাইরে বের হয়ে ট্রাকের সামনে যাওয়া মাত্র ৯-১০ জনের একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়।
এ সময় ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এর আগেই মেসার্স আশমিনা ডক ইয়ার এন্ড ইঞ্জিনিয়ারিং শিপ ইয়ার্ড নামক জাহাজ তৈরি কারখানা থেকে ২০টি ওয়েল্ডিং মেশিন, ৭ লাখ টাকা মূল্যের ক্যাবল, ৫টন লোহার এঙ্গেল, টি গার্ডার ট্রাকে ভর্তি করে।
স্টোর রুম থেকে প্রায় ৫ লাখ টাকার মালামাল, ম্যানেজারের কক্ষ থেকে নগদ ১ লাখ টাকা ৩টি এনড্রয়েড মুঠোফোন লুটপাট করে নেয়।
গুরুতর আহত মোশারফ হোসেনের চিৎকার শুনে আমরা উদ্ধার করে প্রথমে স্থাণীয় ইউএসবাংলা হাসপাতালে ভর্তি করাই। পরে অবস্থা বেগতিক রেখে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করলে সকালে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করি।
মোশারফ হোসেনের ছোট ভাই আজহারুল হক জানান, মেসার্স আশমিনা ডক ইয়ার এন্ড ইঞ্জিনিয়ারিং শিপ ইয়ার্ড কারখানাটি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কমান্ডার মাহাবুব রহমান ভাড়া নিয়ে যৌথভাবে ব্যবসা পরিচালনা করছেন। হাসপাতালে ভর্তি অবস্থায় আহত মোশারফ হোসেন ৪/৫জন দুর্বৃত্তকে চিনতে পেরেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে আজহারুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।