নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

প্রতিহিংসা নয় কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই : সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৬, ১৮ নভেম্বর ২০২৪

প্রতিহিংসা নয় কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই : সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, প্রতিহিংসা নয় কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই। সোনারগাঁয়ে বিশৃংখলাকারী, চাঁদাবাজ, দখলবাজ ও জুলুমবাজদের প্রতিহত করতে হবে। দলের কেউ অপকর্মে জড়িত থাকলে কাউকেই ছাড় দেয়া হবে না। 

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার পতনের পর সোনারগাঁয়ে বিএনপির নামধারী কিছু নেতা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে মোটা অংকের টাকা কামিয়েছেন। তাদের কারণে দল ক্ষতিগ্রস্থ হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে এসব নেতারা কোন মুখে ভূক্তভোগী পরিবারের কাছে ভোট চাইতে যাবেন। দলের নাম ভাঙিয়ে যারা এসব কর্মকান্ড করছেন তাদের ছাড় দেওয়া হবে না। আপনারা কোন ভয় পাবেন না নেতাকর্মীদের উপর কেউ আক্রমণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।  

রেজাউল করিম বলেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়ণে বিএনপির কোন বিকল্প নাই।ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচারের ইতিহাস এদেশের মানুষ কখনো ভুলবে না।শেখ হাসিনা ও তার দোষরদের এদেশে পূনর্বাসন করতে দেয়া হবে না। 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, কেন্দ্রীয় তাঁতী দলের  নেতা মুজিবুর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান, বিএনপি নেতা আবুল কাশেম বাবু, হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ তপন, নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা সালাউদ্দিন সালু, এমদাদুল হক দিপু প্রমুখ। দোয়া ও প্রতিবাদ সভায় সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মীরা অংশ নিয়েছেন।