বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে সোনারগাঁয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭নভেম্বর) বিকেলে বৈদ্যারবাজার বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈদ্যারবাজার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।সঞ্চালনায় ছিলেন বৈদ্যারবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ মেম্বার।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন-পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান,কামরুজ্জামান ভূঁইয়া মাসুম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য আজহারুল ইসলাম মান্নান বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকারের দোসররা মাথাচারা দিয়ে উঠতে চায়।
তাদের প্রতিহত করতে হলে আন্দোলন সংগ্রাম করতে হবে। বিএনপির বিগত ১৭ বছর ধরে আওয়ামীলীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হতে হয়েছে। যে কোন মূহুর্তে আওয়ামীলীগের দোসররা মাথাচারা দিয়ে উঠতে পারে।
তাই সকলকে ঐক্যবন্ধ হয়ে তাদের প্রতিহত করতে ঝাপিয়ে পরতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইবুনালের আওতায় এনে বিচারের দাবী জানাই। একই সাথে ভারত সরকারকে বলবো এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। বাংলাদেশের আদালতে তার বিচার করা হবে।