নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

হাজীগঞ্জে সরকারি খাল অবৈধ ভরাটে জলাবদ্ধতা সৃষ্টি, ক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৫, ১৭ নভেম্বর ২০২৪

হাজীগঞ্জে সরকারি খাল অবৈধ ভরাটে জলাবদ্ধতা সৃষ্টি, ক্ষোভ

নাসিক ১১ নং ওয়ার্ড এলাকার হাজীগঞ্জে সাবেক রেলওয়ে ও বর্তমানে নাগিনা জোহা সড়কের সরকারি (রেলওয়ের) খালটি কতিপয় ব্যক্তি বালু দিয়ে অবৈধভাবে ভরাট করে এলাকায় জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।

অসাধু ব্যক্তিদের এমন কাজে এলাকার জনগণ বাঁধা দিলেও তাঁরা বাঁধাকে  উপেক্ষা করে বালু দিয়ে ভরাট করতে থাকায় এলাকাবাসীর  মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ফলে যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। 

এলাকাবাসীর অভিযোগ, হাজীগঞ্জ এলাকার চঞ্চল, নূর হোসেন ও ফকরুল ১৬ শতাংশ জমি বিক্রি করে মনির গং দের নিকট। উক্ত মনির গং জমি ক্রয় করে তার জমির সীমানা নির্ধারণ না করে নাগিনা জোহা সড়কের পাশে সরকারি (রেলওয়ে) খালটি বালু দিয়ে ভরাট শুরু করে দখল করার চেষ্টা করছে। 

এর ফলে হাজারেরও বেশি পরিবারের পানি নিস্কাশনের চলাচলের পথটি বন্ধ হয়ে যায়। পানি নিস্কাশনের জায়গা ও সরকারি জমি বাদ রেখে  কাজ করতে বললে মনির গংরা কারও কথা আমলে না নিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করে চলছে।  

তাই বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ দখলদারদের হাত থেকে  সরকারি খাল রক্ষার দাবি জানান তারা। 
 

সম্পর্কিত বিষয়: