নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

 ফতুল্লায় লিংক রোড থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:০২, ১৬ নভেম্বর ২০২৪

 ফতুল্লায় লিংক রোড থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. ইমেন আলী (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনবার (১৬ নভেম্বর) সকালে ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওভার পাসের উপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জি ভাঙ্গা ছিল। 

এর আগে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রযুক্রির সহায়তায় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই) জেলা সহাকার একটি টীম। নিহত ইমেন আলী জামালপুর  জেলার ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। তার পরনে ছিল লাল ও নেভি ব্লু রঙের ডোরাকাটা টি শার্ট এং সাদা রঙের লুঙ্গি। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোন সিএনজি বা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার বাড়ি জামালপুর জেলায় হলেও  তিনি আশাপাশের কোথাও থাকতেন এবং নিম্ন আয়ের পেশাজীবি মানুষ ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমেন আলী মাছ ব্যবসায়ী ছিলেন। ভোর ছয়টার দিকে কোন আড়ৎ থেকে মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে থাকতে পারে।