নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জ থানা ৪নং ওয়ার্ড জাতীয়তাবাদী তরুণ দলের কর্মী সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ১৫ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জ থানা ৪নং ওয়ার্ড জাতীয়তাবাদী তরুণ দলের কর্মী সমাবেশ

সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ৪নং ওয়ার্ড জাতীয়তাবাদী তরুণ দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েঠে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আউলাবন এলাকায় তরুণ দলের এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাকির হোসেনর সঞ্চালনায় ওয়ার্ড তরুণ দলের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটি তরুণ দলের সিনিয়র সহ সভাপতি, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি সাবেক কাউন্সিলর জিএম সাদরিল। 

সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড জাতীয়তাবাদী তরুণ দলের কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো: জালাল উদ্দিন কলি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি একে হিরা, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সিনিয়র যুগ্ন সম্পাদক টি এইচ ফয়সাল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাহাবুব মুন্সী, মো: কবির মোড়ল, ৪নং ওয়ার্ড তরুণ দল নেতা মো: আনোয়ার হোসেন, মিন্নত ভুইয়া, মো: করিম হোসেন, মো: সাদেক হোসেন, মো: আল আমিন, মো: শাহজাহান সহ সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন, ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। আমরা গন মানুষের জন্য রাজনীতি করি। মানুষের সেবার জন্য কাজ করি। ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারীদের এদেশে কোন স্থান দেয়া হবে না, আওয়ামী স্বৈরাচারীদের ষড়যন্ত্র থেমে নেই।

তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।