নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

বন্দরে মানষিক ভারষম্যহীন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৩২, ১৪ নভেম্বর ২০২৪

বন্দরে মানষিক ভারষম্যহীন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার  

বন্দরে অজ্ঞাত নামা (৬৫) বছরের এক মানষিক ভারষম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া প্রধান সড়ক থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

তথ্যসূত্রে জানা গেছে, গত দেড় মাস যাবৎ অজ্ঞাত মানষিক ভারষম্যহীন ওই বৃদ্ধা মদনগঞ্জ বাসস্ট্যান্ডে ঘুরাফেরা করত।  

বেপারীপাড়া প্রধান সড়কে ওই বৃদ্ধা বসবাস করার কারনে এলাকাবাসী তাকে নিয়মিত খাবার দিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ওই বৃদ্ধা মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক মোমরেজ ইসলাম জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আমিসহ আমার সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নাম পরিচয় জানার জন্য পিবিআইকে খবর দেই। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুুতি চলছে।
 

সম্পর্কিত বিষয়: