নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

ওয়েস্টিজ মাল জোর পূর্বক নামাতে গিয়ে

ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি নূর আলম গণপিটুনির শিকার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৭, ১৪ নভেম্বর ২০২৪

ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি নূর আলম গণপিটুনির শিকার

ফতুল্লার পিঠালিপুল এলাকায় সাকুরা ডাইং নামের একটি কারখানার ওয়েস্টিজ মাল জোর পূর্বক নামাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি নূর আলম। 

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফতুল্লা মডেল থানার পিঠালিপুল এলাকাস্থ সাকুরা ডাইংয়ের  সামনে এ ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা সন্ত্রাসী জাকির ওরফে কাইল্লা জাকির সহ অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।  

স্থানীয়রা জানান, গাজী নূরে আলম গত কয়েকদিন ধরে নিজেকে সাবেক এমপি গিয়াসউদ্দিনের কাছের লোক পরিচয় দিয়ে পিঠালিপুল এলাকার সাকুরা ডাইং নামক কারখানার ওয়েস্টিজ মাল নামানোর চেস্টা করে আসছিলো একই সাথে স্থানীয় মহলে প্রভাব বিস্তারের চেস্টা করে আসছিলো।

এমনকি  কারখানা কর্তৃপক্ষকেও হুমকী দিয়ে আসছিল তাকে মাল দিতে। তার এমন হুমকী-ধামকিতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় পঞ্চায়েত সহ বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার  বিকেলে কয়েকজন সঙ্গী নিয়ে কারখানায় প্রবেশ করে ম্যানেজারকে মাল দেয়ার জন্য হুমকী দেয় নূর আলম ও তার সহোযোগিরা। বিষয়টি নিয়ে কারখানা শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠেন।

এক পর্যায়ে তারা নূর আলমকে ঘাড় ধরে কারখানা থেকে বের করে দিলে স্থানীয় লোকজন জড়ো হয়ে নূর আলমকে গণপিটুনি দেয়। এসময় তার সাথে থাকা অন্য সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।     

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের ঝুট সন্ত্রাসী, দখলবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে না জড়ানোর নির্দেশ দিয়েছেন।

যারা এ নির্দেশনা মানছেন না, তারা দলের ভালো চায় না, আমাদের নেতা তারেক রহমানের ভালো চায় না। তারা দেশ ও জাতীর শত্রু। যারা এসব অপরাধ করছে তার দায়ভার দল নেবে না। এসব সন্ত্রাসী কর্মকান্ডের দায় ওই ব্যক্তিকেই নিতে হবে।