নারায়ণগঞ্জের ফতুল্লায় তর্কের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত সানোয়ারা বেগমের (৩২) স্বামী সিঙ্গাপুর প্রবাসি শফিকুল ইসলামকে (৩৫) কে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করেছে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি।
বুধবার (১৩ নভেম্বর).বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধিন কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানোয়ারা বেগম (৩২) ওই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর প্রবাসী শফিকুল ইসলাম গত পনের দিন পূর্বে ছুটি নিয়ে দেশে আসেন। শফিকুল ও সানোয়ারা দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।
বুধবার বিকেল পাঁচটার সময় ছোট মেয়ে মায়ের বারণ সত্ত্বেও ছাদে খেলতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে চড় দেন মা সানোয়ারা। এ নিয়ে স্বামীর সাথে তার তর্ক বাঁধে। তর্কের এক পর্যায়ে স্বামী শফিকুল উত্তেজত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে সানোয়ারার শরীরের কয়েকটি স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান সানোয়ারা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী শফিকুল ইসলামকে লাশের সামনে বসে থাকা অবস্থায় রক্তমাখা ছুরি সহ আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।