নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৯, ১২ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ভুঁইয়ার ভাড়াটিয়া বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে ৮-১০ জনের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার তারাবো পৌরসভার খাদুন গ্রামের জাহাঙ্গীর কবির ভুঁইয়ার সঙ্গে একই গ্রামের জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধানের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় আলমগীর প্রধান ও তার সহযোগী সন্ত্রাসীরা ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

মঙ্গলবার বিকেলে একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, দা, ছুরি, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীর কবিরকে বেদম প্রহার করে নগদ টাকা, স্বর্ণের চেইন, মুঠোফোনসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাদী হয়ে তারাবো পৌরসভার খাদুন গ্রামের মো. জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধান (৪২) ও তানভীর হাসান মিলন (৩৯) নামীয় ও অজ্ঞাত ৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।