নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লা বিসিকে নৈরাজ্য ঠেকাতে মাঠে ফতুল্লা থানা কৃষকদল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২০, ১১ নভেম্বর ২০২৪

ফতুল্লা বিসিকে নৈরাজ্য ঠেকাতে মাঠে ফতুল্লা থানা কৃষকদল

ফতুল্লা বিসিকে সকল প্রকার নৈরাজ্য ঠেকাতে মাঠে পাহারাদার হয়ে কাজ করছে ফতুল্লা থানা কৃষকদল। সোমবার (১১ নভেম্বর) সকালে বিসিক শিল্পাঞ্চলে একটি কারখানার শ্রমিকরা ভাঙচুর করতে চাইলে শক্তহাতে প্রতিরোধ করেন দলটির নেতাকর্মীরা। ফলে বাধ্য হয়েই বিসিক এলাকা ছেড়ে যায় ওই শ্রমিকরা।

সরেজমিনে দেখা গেছে, বকেয়া বেতনের দাবিতে অবন্তী কালার নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিসিকে ঢুকে কয়েকটি কারখানা ভাঙচুর করতে শুরু করে। খবর পেয়ে সাথে সাথে ফতুল্লা থানা কৃষকদলের শত শত নেতাকর্মীরা এসে প্রতিরোধ গড়ে তোলেন। পরে বিক্ষোব্দ শ্রমিকরা বিসিক ছেড়ে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে গিয়ে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে ফতুল্লা থানা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমেদ বলেন, আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে কিছু শ্রমিক ইউনিয়নের নেতারা একটা উদ্ভট পরিস্থিতি তৈরি করতে মাঠে নেমেছেন। আর তারা এসমস্ত কাজে শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আপনাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। আমরা আপনাদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন হতে দেবো না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের ইন্ধনে যারাই বিসিকে নৈরাজ্য করার চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে প্রতিরোধ করা হবে। কোন অবস্থাতেই বিসিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে দেবো না। তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমরা ফতুল্লা থানা কৃষকদল মাঠে আছি, থাকবো।

এসময় উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব সাইফুল রহমান, কৃষক দল নেতা মামুন, লাবু, আজিম, সোহেল ও জাকিরসহ আরও অনেকে।