ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে আহত য্বুক তামিম (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত তামিম জেলার ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার আলমগীরের ছেলে।
রবিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নিহত যুবককে ছুরিকাঘাত করা হয়।
প্রথমে তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ছুরিকাঘাতের পরপরই কিশোর গ্যাংয়ের দুই সদস্য ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদের পুত্র রায়হান (১৬) ও একই এলাকার মনির হোসেনের পুত্র ফালান (১৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের চাচা মো. শাহালম বাদী হয়ে প্রথমে হত্যার চেস্টার ঘটনায় চার জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫-৬ জন কে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জানাগেছে, বড় ভাই ছোট ভাই নিয়ে নিহতের সাথে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও বুকে একাধিকবার ছুরিকাঘাত করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, হত্যাকান্ডের ঘটনার মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেস্টা চলছে।