নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

স্বামী জুতা পাল্টিয়ে না আনায় জীবন দিলেন অন্তঃসত্বা স্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৮, ১০ নভেম্বর ২০২৪

স্বামী জুতা পাল্টিয়ে না আনায় জীবন দিলেন অন্তঃসত্বা স্ত্রী

সিদ্ধিরগঞ্জে শারমীন বেগম (২৩) নামে অন্তঃসত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হীরাঝিল এলাকার ৪ নম্বর গলির শাহআলম ম্যানেজারের বাড়ির নিচতলায় ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলছিল।

রোববার (১০ নভেম্বর) বিকেল ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ শহারের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইমরানকে (৩০) আটক করেছে পুলিশ। 

নিহত শারমীন বেগম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাষাড়া গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে। তার স্বামী ইমরান একই জেলার চরফ্যাশন উপজেলার মোকারবান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

জানা গেছে, শারমীন বেগমের আগে একটি বিয়ে হয়েছিল। সে সংসারে তার একটি সন্তান রয়েছে। পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে আগের সংসার ছেড়ে গত ১ বছর আগে ইমরানকে বিয়ে করে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ভাড়া থাকতেন। তিনি প্রায় ৬ মাসের অন্তঃসত্বা ছিলেন। 

স্বামীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুপুরের দিকে শারমীন বেগম ভ্যান গাড়ি থেকে এক জোড়া জুতা কিনেন। বাসায় এসে পায়ে দিয়ে দেখেন জুতা ছোট হয়। তখন স্বামীকে জুতা পাল্টিয়ে আনতে বলেন।

স্বামী পাল্টিয়ে আনতে পারবে বলায় দুজনের মধ্যে তর্ককিতর্ক হয়। তখন স্বামী বাসা থেকে বেড় হয়ে ভ্যান গাড়ি নিয়ে পোলার চাল বিক্রি করতে চলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত সত্য জানা যাবে।