নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৭, ১০ নভেম্বর ২০২৪

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুইয়া, হাজ¦ী আব্দুল মতিন, ছাত্রদল নেতা নাহিদ হাসান, যুবদল নেতা আরিফুজ্জামান ইমন, শাকিল আহাম্মেদ নুরু, কামাল হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সাধারন মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামীলীগ সন্ত্রাসীরা কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোর ভাবে প্রতিহত করবে।