নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

বন্দরে বিপুল পরিমান ইয়াবাসহ কক্সবাজারের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৫, ৭ নভেম্বর ২০২৪

বন্দরে বিপুল পরিমান ইয়াবাসহ কক্সবাজারের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বন্দরে ৮ হাজার ৮শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ কায়ুম রায়হান (২০)কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কায়ুম রায়হান সুদূর কক্সবাজার জেলার টেকনাফ থানার লাফারঘোনা এলাকার হাফেজ উল্লাহ মিয়ার ছেলে। 

ধৃতকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে গত বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ফুটওভার ব্রীজের নিচে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

ইয়াবা উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৯(১১)২৪।

এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মো: শহিদুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় আমিসহ আমার ফোর্স বনলতা পাম্পের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার জেলার এক মাদক কারবারি বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে অন্যত্র স্থানে  যাওয়ার জন্য লাঙ্গলবন্ধ ফুটওভার ব্রীজের নিচে অবস্থান করছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে এসে ৮ হাজার ৮শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ কায়ুম রায়হানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।