বন্দরে তপন (২৭) নামে এক মাদকসেবী ঝুলান্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়াস্থ হাসনা বেগমের ভাড়াটিয়া ঘর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
আত্মহত্যাকারী মাদকসেবী তপন উল্লেখিত এলাকার মৃত ফজলুল হক মিয়ার ছেলে ও ৪ সন্তানের জনক।
এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা হইতে সকাল ৮টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকায় এ আত্মহত্যা ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আত্মহত্যাকারি মাদকসেবীর ভগ্নিপতি আমিন শেখ বাদী হয়ে লাশ উদ্ধারের ওই দিন দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করেছে।
অপমৃত্যু মামলার বাদী জানান, আমার শ্যালক তপন একজন মাদকসেবী। সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সেবন করে আসছিল।
মাদকের টাকা জোগাড় করতে না পেরে মঙ্গলবার গভীর রাতে যে কোন সময়ে মনের ক্ষোভে ভাড়াটিয়া ঘরের আঁড়ার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।