নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বাড়ির ছাদে যুবকের ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫১, ৪ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বাড়ির ছাদে যুবকের ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেলাল হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি কদমতলী কাশেমপাড়া এলাকার হেলালের বাড়ির তিন তলার ছাদে ঝুলছিল।

খবর পেয়ে সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪ টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

নিহত বেলাল হোসেন নীলফামারী জেলার ডিমলা থানার উত্তর খড়িবাড়ী গ্রামের মৃত আবুল কাশেম আলীর ছেলে।

নিহতের বড় বোন মিনারা বেগম জানান, গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে গত ৩ তিন আগে বেলাল হোসেন গ্রামের বাড়ি থেকে আমার  বাড়িতে এসে ছিল। দুপুর ২ টার দিকে খবর পাই পাশ্ববর্তী হেলালের বাড়ির ৩ তলার ছাদে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় আমার ভাইয়ের লাশ ঝুলে আছে। সে ওই বাড়ির ছাদে কেন গেল তা বলতে পারছিনা।

সে কি আত্মহত্যা করেছে, নাকি হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিশ্চিত নই। মিনারা বেগম তার স্বামী মো. হামিদুল ইসলামের সঙ্গে একই এলাকার সামছুল হকের টিনসেট বাড়িতে ভাড়া থাকেন।  

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বেলাল হোসেন হেলালারে বাড়ির ছাদে যাওয়ার আগে ও পরে সিসি টিভির ফুটেজে আর কাউকে যেতে দেখা যায়নি।

তাই সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।