ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন নারী সহ চার মাদক কারবারি কে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে সাড়ে নয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানা সীমান্তের শিয়াচর এলাকার হোসেন মিয়ার স্ত্রী জাহানারা ওরফে রাশিদা (৫০),একই থানার শারজাহান রোলিং মিলস এলাকার ফাহিমের স্ত্রী লাকি বেগম(৩৮), শিবু মার্কেট এলাকার রনি মিয়ার স্ত্রী বৃস্টি ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগীর রুহুল আমিন হাওলাদারের পুত্র মজিবর হাওলাদার (৩০)।
পুলিশ জানায়, রোববার রাত আটটার দিকে গোপন সংবােদর ভিত্তিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নির্দেশে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মজিবর হাওলাদার কে আটক করে। এ সময় তার সাথে ট্রাভেল ব্যাগ তল্লাশি করে দুটি প্যাকেটের ভিতর থাকা আট কেজি গাঁজা উদ্ধার করে।
অপর দিকে রাত সাতটার দিকে ফতুল্লার রেললাইন কুতুবাইল আজমেরী মোড়স্থ চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে জাহানারা ওরফে রাশিদা, লাকি বেগম ও বৃস্টি কে আটক করে। পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত জাহানারা ওরফে রাশিদা ও লাকি বেগমের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় অর্ধ ডজনেরও বেশী মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের কে আদালতে পাঠানো হয়েছে।